নড়াইলে “চে’ঞ্জমে’কার আমাদের কি’শোর-কি’শোরী ক্লাব” শীর্ষক কর্মশালা

3
12
নড়াইলে “চে'ঞ্জমে'কার আমাদের কি'শোর-কি'শোরী ক্লাব” শীর্ষক কর্মশালা
নড়াইলে “চে'ঞ্জমে'কার আমাদের কি'শোর-কি'শোরী ক্লাব” শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার

নড়াইলে “চে’ঞ্জমে’কার আমাদের কি’শোর-কিশো’রী ক্লাব” শীর্ষক সচেত’নতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “নারী নি’র্যা’তন ও ই’ভটি’জিং প্রতিরো’ধ, প্রজনন স্বা’স্থ্য শিক্ষা, বা’ল্য বিবা’হ নিরো’ধ, মা’দকমু’ক্ত সমাজ গঠন ও কো’ভিড-১৯ পরিস্থি’তি মোকা’বেলা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ধারাবাহিকতা আনায়নে কিশো’র-কিশো’রীদের সচেত’নতামূলক প্রশি’ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নড়াইল ম’হিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে কর্মশালায় ভা’র্চুয়াল মাধ্যমে খুলনা বিভাগীয় কমিশনার ড. মোঃ আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদার, সিভিল সা’র্জন ডাঃ আব্দুল মোমেন, আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা ম’হিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুন ইসলাম প্রমুখ। ১১০ জন কি’শোর-কিশো’রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ১শত ৪০ জন এ কর্মশালায় উপস্থিত ছিলেন।