আজ ৩ নভেম্বর জে’লহ’ত্যা দিবস

5
11
আজ ৩ নভেম্বর জে'লহ'ত্যা দিবস
আজ ৩ নভেম্বর জে'লহ'ত্যা দিবস

ডেস্ক রিপোর্ট

আজ ৩ নভেম্বর জে’লহ’ত্যা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫-এর ১৫ আগস্ট সপ’রিবারে হ’ত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় ক’লংকজ:নক অধ্যায়। ১৫ আগস্টের নি’র্মম হ’ত্যাকা’ণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সে’নানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারা’গারের অভ্যন্তরে নির্ম’মভাবে হ’ত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারা’গারে পাঠানো হয়।

জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সে’নানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্র’দ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্ব’রোচিত এই কা’লো অধ্যায়’টিকে স্মর’ণ করছে। আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে স্বা’স্থ্যবিধি মেনে সারাদেশে পালিত হচ্ছে শো’কাবহ এই দিবসটি।