ধ’র্ষ’ণসহ না’রী নি’র্যা’তনে প্রতিবা’দে নড়াইলে পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

0
27
ধ'র্ষ'ণসহ না'রী নি'র্যা'তনে প্রতিবা'দে নড়াইলে পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত
ধ'র্ষ'ণসহ না'রী নি'র্যা'তনে প্রতিবা'দে নড়াইলে পল্লী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নোয়াখালি জেলায় ব’র্বরো’চিত এক না’রীকে বিব’স্ত্র করে নি’র্যা’তন ও সারা দেশে ধ’র্ষ’ণসহ সকল ধরনের না’রী নি’র্যা’তনের প্রতিবা’দে এবং অ’পরা’ধীদের দৃষ্টা”ন্তমূলক শা’স্তির দা’বীতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় নড়াইল-মাগুরা সড়কের নড়াইল পৌর এলাকার দূর্গাপুর কারিগরি প্রশি’ক্ষণ কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষ’মতায়ন কর্মসূচির আয়োজনে আধাঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ব্র্যাক সামাজিক ক্ষ’মতায়ন কর্মসূচি নড়াইলের সিনিয়ার জেলা ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, নড়াইল, ব্র্যাক জেলা সমন্বয়কারী আব্দুস সামাদ, ব্র্যাক সামাজিক ক্ষ’মতায়ন কর্মসূচি খুলনার প্রোগ্রাম অর্গানাইজার মিঠুন কুমার দত্ত, ব্র্যাক সামাজিক ক্ষ’মতায়ন কর্মসূচি নড়াইলের ফিল্ড অর্গানাইজার মোঃ বকুল আলী প্রমুখ।

মানববন্ধনে ব্র্যাক নড়াইলের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মী, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা, দেশব্যাপী ধ’র্ষ’ণ, না’রী নি’র্যা’তনসহ মান’বাধিকার ল’ঙ্ঘ’নজনিত ঘটনার সাথে জ”ড়িতদের দৃ’ষ্টা’ন্তমূলক শা’স্তির দা’বি করেন।

এর আগে দুপুর পর্যন্ত ব্র্যাক অফিসে রেজিষ্ট্রেশনকৃত পল্লীসমাজের নেতৃবৃন্দদের নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের রেজিষ্ট্রেশন ও রেজিষ্ট্রেশন পরবর্তী করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা ম’হিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল উপ পরিচালক মো: আনিছুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষ’মতায়ন কর্মসূচি যশোরের আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে।