প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রেল তার হারা*নো ঐতিহ্য ফিরে পেয়েছে, নড়াইলে রেলমন্ত্রী

500
85
প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রেল তার হারা*নো ঐতিহ্য ফিরে পেয়েছে, নড়াইলে রেলমন্ত্রী
প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রেল তার হারা*নো ঐতিহ্য ফিরে পেয়েছে, নড়াইলে রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার

রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টায় রেলপথ মন্ত্রণালয় গঠন করে নতুন নতুন প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে রেলওয়ের হা*রানো যৌ*বন ফিরিয়ে এনেছেন। বিগত সময়ে রেলওয়েকে ধ্বং*স করে সংকু*চিত করে ফেলা হয়েছিল। দীর্ঘদিন এ খাতটির কোনো সম্প্রসারণ হয়নি। ‘

তিনি আরো বলেন, ‘রেলক্র*সিংগুলোর জন্য নিরবচ্ছি*ন্ন রেল যোগাযোগ পরিচালনায় বিঘ্নি*ত হয়। যার জন্য ‘আন্ডার পাসিং বা ওভার পাসিং’ সিস্টেম গড়ে তুলে রেলক্র*সিং তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলায় স্থাপিত পদ্মা সেতু রেল সং*যোগ প্রকল্পের ‘মধুমতি সাইট ক্যাম্পে’ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। পরে মন্ত্রী পদ্মা সেতু রেল সংযো*গ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এসময় রেলপথ মন্ত্রালয়ের সচিব মোঃ সেলিম রেজা, মহাপরিচালক মোঃ শামছুজ্জামান, প্রকল্পের কনসাল্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার (সিএসসি, পিবিআরএলপি) ব্রিগেডিয়ার ব্রিগেঃ জেনারেল মোঃ মাহবুবুল ইসলাম, প্রদান প্রকৌশলী নাজনীন আরা কেয়া (বিআর, পিবিআরএলপি) জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।