শো’ক দিবসে নড়াইলের নলদী ইউনিয়ন যুব উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ

0
52
শো'ক দিবসে নড়াইলের নলদী ইউনিয়ন যুব উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ
শো'ক দিবসে নড়াইলের নলদী ইউনিয়ন যুব উন্নয়ন সংঘের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের নলদী ইউনিয়ন যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে ১৫ আগস্ট জাতীয় শো’ক দিবসে সারা ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কমসূচি পালন করা হয়েছে। গতকাল ও আজ দুই দিনব্যাপী ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপণ ও মানুষের মাঝে চারা বিতরণ করা হয়। তারমধ্যে রয়েছে- নলদী মাধ্যমিক বিদ্যালয়, নোয়াপাড়া দাখিল মাদ্রাসা, মিঠাপুর মাধ্যমিক বিদ্যালয়, নখখালী দাখিল মাদ্রাসা, চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, সুজাপুর দাখিল মাদ্রাসা, বারইপাড়া হাফেজীয়া মাদ্রাসা, হলদা প্রতিব’ন্ধি বিদ্যালয়, চরবালিদিয়া প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (পাখি), নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর জালাল বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এস.এম তরিকুল ইসলাম, নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই রমজান আলী, নলদী ভুমি অফিসের নায়েব মহিত জুমাদদার পতি, আলাল মোল্লা, মাসুদ মোল্লা, মিজানুর রহমান মোল্লা, আবু তালেব হলদা, শফিকুল ইসলাম নালিয়া, আবিদুর রহমান, রাকিবুল ইসলাম, নয়ন, ইয়ার আলী, আলফাজ, চিচতিয়ার বিশ্বাস, তানভীর শেখ প্রমুখ।

এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদুল ইসলাম, সেলিম মোল্লা, অন্তর মোল্লা, সোহেল শেখ, নাঈম মোল্লা, রজিবুল মোল্লা, আকাশ শেখ, শাহাজাহান মোল্লা, ইসরাফিল, নাহিদ, জনি, তানভীর আরো অনেকে।

উক্ত কর্মসূচির বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও সংগঠনটির আহ্বায়ক আব্দুস সামাদ বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমাদের নলদী ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই। এ লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।