বঙ্গবন্ধু’র জন্ম শতবর্ষ উদযাপনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের বৃক্ষ রোপন

1
30
বঙ্গবন্ধু'র জন্ম শতবর্ষ উদযাপনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের বৃক্ষ রোপন
বঙ্গবন্ধু'র জন্ম শতবর্ষ উদযাপনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের বৃক্ষ রোপন

স্টাফ রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড নড়াইল কার্যালয় চত্বর ও বাঁশগ্রাম ইউনিয়নের দৌলতপুর গ্রামের খাল পাড়ে আম, বকুল ও ছবেদা গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

এ কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধিন খালের পারে মোট ১ হাজার ২ শত ফলজ, বনজ ও ঔ*ষধি বৃক্ষের চারা রোপন করা হবে। পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনের সভাপতিত্বে সদর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী ওয়াজেদ আলী চাকলাদার, লোহাগড়া উপজেলা উপ-সহকারি প্রকৌশলী স্বপন কুমার ঘোষ, অফিস সহকারি মাহফুজুর রহমান,পানি উন্নয়ন বোর্ড নড়াইলের কর্মকর্তা, কর্মচারিগণ এ সময় উপস্থিত ছিলেন।