প্রতীক্ষিত সুখ

124
37
প্রতীক্ষিত সুখ
কবিতা- প্রতীক্ষিত সুখ

শরিফুল স্মরণ

রৌদ্রতে’জের পথরো’ধ;
তরঙ্গের যাত্রাপথে বি’ঘ্ন;
দমকা হাওয়ার গতিরো’ধ;
পলক দৃষ্টিতে পর্বতের সীমানা অতিক্রম;
সমুদ্রের স্বাধীন কোলাহল সম্ভোগে প্রতিব’ন্ধকতা;
যত্রতত্র তারাদের সারিবদ্ধ সাজানো অলীক কল্পনীয়।

জন্মসূত্রে প্রাপ্ত চালচলন শুদ্ধিকরণ বৃথা,
অ”নর্থক, নিরর্থক, নি’ষ্ফল।
নয়তো,
চেত’নাশূন্য বুলি প্রয়োগের অর্থ কি?
বি’ষ’ক্রিয়ায় মারা’ত্মকভাবে আক্রা’ন্ত করবার নিমিত্ত?
সংক্র’মিতের অ’পচেষ্টায় ক্রো’ধান্বিত হইবার হেতু?

ওহে আক্র’মণকারী,
বি’চ্ছেদ অন্তর্গত জীবন।
বি’চ্ছেদ কাটিয়ে উজ্জীবিত জীবন।

ওহে আক্র’মণকারী,
মৃদু আলোয় সিগা’রেটের ধোঁয়ামাখা নিশিতে লিখবো,
প্রতীক্ষিত সুখের গল্প।