নড়াইল পৌর এলাকায় করােনার প্রকো’প, বিনা প্রয়োজনে ঘর হতে বাহির না হওয়ার নির্দেশ

3
154
করোনা ভাইরাস
করোনা পরিস্থিতি

ডেস্ক রিপোর্ট

নড়াইল জেলার নড়াইল পৌর এলাকার ভওয়াখালী, কুড়িগ্রাম, আলাদাতপুর, মহিষখােলা এলাকায় করােনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এসব এলাকার করােনা ভাইরাসে আক্রা’ন্ত ব্যক্তির পরিবারের সকল সদস্যসহ জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘর হতে বাহির না হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) করােনা ভাইরাস প্রতিরােধ সংক্রান্ত নড়াইল জেলা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রা*ণঘা*তী নােভেল করােনা ভাইরাস (কোভিড-১৯) এর ঝুঁ*কি মােকাবেলায় এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে নড়াইল জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে করােনা ভাইরাসের বিস্তার রােধকল্পে স্বাস্থ্যবিধি মেনে চলা, জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান এবং বার বার সাবান পানি দিয়ে হাত পরিস্কার করার কথা উল্লেখ করা হয়। অপরিস্কার হাত দিয়ে চো’খ, মু’খ ও না’ক স্পর্শ করতে নিষেধ করা হয়।