নড়াইলে এক পুলিশ সদস্যসহ ২৫ জনের করোনা শনাক্ত, মোট ১৩৩

3
120
করোনা পরিস্থিতি
করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইলে বৃহস্পতিবার (২৫ জুন) থেকে গত ২৪ ঘন্টায় নতুন করে নড়াইল সদর থানার এক পুলিশ সদস্য ও লোহাগড়া উপজেলায় সর্বাধিক ১৫ জনসহ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে নড়াইল সদর থানার এএসআই আনিসুর রহমানসহ নড়াইল সদর উপজেলায় ৫ জন, লোহাগড়া উপজেলায় ১৫ জন এবং কালিয়া উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রা’ন্তদের নিজ নিজ বাসায় আইসো*লেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।

এদিকে গত ১৯ জুন করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল হাসপাতালে মৃ*ত পরবর্তীতে করোনা শনাক্ত কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের কার্তিক সরকারের স্ত্রী দিপিকা রানী সরকার। তার নয় বছরের ছেলে শুভ সরকারের নমুনার রির্পোট পজেটিভ আসছে।

এছাড়া চাচুড়ী বাজারের বসবাসকারী পল্লী বিদ্যুতের লাইন সহকারী রায়হান সরদারের নমুনার রির্পোট পজিটিভ বলে জানিয়েছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা। এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১৬জন হাইওয়ে পুলিশ সদস্য ও ১০জন ডাক্তারসহ সর্বমোট ১৩৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮চিকিৎসকসহ ৩৩জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৫জন মা*রা গেছেন।