নড়াইলে সেনাবাহিনীর উদ্যোগে গ*র্ভবতী মায়েদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

5
73
বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে গ*র্ভবতী মায়েদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। রবিবার (১৪জুন) সকালে নড়াইল সদরের গোবরা মিত্র কলেজে যশোর সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫পদাতিক ডিভিশনের ৫৫ আ’র্টিলারি ব্রি’গেড কমান্ডার ব্রি’গেডিয়ার জেনারেল আই.কে.এম মোস্তাহসেনুল বাকী। এসময় উপস্থিত ছিলেন, ডাঃ কর্নেল নাহিদ রিয়াদ শাপলা, লেঃ কর্নেল ফাতেমা জেরিন খান , যশোর সেনানিবাসের ৮ ফিল্ড রে’জিমেন্ট আর্টিলারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর দেওয়ান মঞ্জুরুল হক পিএসসি, মেজর মোঃ ওয়ালী উল্লাহ, মেজর জুবায়ের প্রমুখ। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত সকল রোগীদের রো*গীকো সেবা প্রদান করা হয়েছে।

যশোর সেনানিবাসের ৫৫পদাতিক ডিভিশনের মেডিকেল কোরের ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সেনা প্রধানের নির্দেশে নড়াইল জেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।