নড়াইলে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ৬টি বাড়ি ভ*স্মী*ভূত, ৭ লাখ টাকার ক্ষতি

4
165
নড়াইলে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ৬টি বাড়ি ভ*স্মী*ভূত, ৭ লাখ টাকার ক্ষতি
নড়াইলে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ৬টি বাড়ি ভ*স্মী*ভূত, ৭ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগু’ন লে*গে নড়াইলে তিনটি পরিবারের ৭টি বাড়ি-ঘর পু’ড়ে ভ*স্মীভূ*ত হয়েছে। এতে ক্ষতিগ্র*স্থ পরিবারের নগদ অর্থসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষ*য়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৫টার দিকে সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্র*স্থ পরিবারগুলো হলো বিমল রায়(৬১), পরমানন্দ রায় (৫০) এবং নান্টু সরকার (৫০)।

বিমল রায় বলেন, মাঠে ধান কা*টায় ব্যস্ত ছিলাম। বিকেলে বাড়ির দিকে তাকিয়ে দেখি আমাদের বাড়ির দিকে আগু’নের কু’ন্ডলী এবং ধোয়া উপরের দিকে উঠে যাচ্ছে। ধান কা*টা ফেলে রেখে ছুটে এসে দেখি সব শেষ। প্রতিবেশিরা আগু’ন নেভা*নোর চেষ্টা করেও ব্যর্থ হন।

জানা গেছে, প্রত্যেকের ঘরেই মা*ড়াই করা বোরো ধান ছিল। আগুনে পু*ড়ে সব ছা*ই হয়ে গেছে। ক্ষতিগ্র*স্থ পরিবারগুলোর পড়নের কাপড় ছাড়া আর কিছু নেই। খাবারের থালা-গ্লাস পু*ড়ে দুম*ড়েমুচ*ড়ে গেছে।

সিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.উজ্জল হেসেন বলেন, ক্ষতিগ্র*স্থ পরিবারগুলোকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেবার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে এদের মাথা গুজার মতো ব্যবস্থা করে, দেবার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করা হবে।