লকডাউনে নড়াইল পুলিশের সহযোগিতায় দ্রুত হাসপাতালে রিপনের অন্তঃস*ত্ত্বা স্ত্রী

4
65
লকডাউনে নড়াইল পুলিশের সহযোগিতায় দ্রুত হাসপাতালে রিপনের অন্তঃস*ত্ত্বা স্ত্রী
লকডাউনে নড়াইল পুলিশের সহযোগিতায় দ্রুত হাসপাতালে রিপনের অন্তঃস*ত্ত্বা স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বুধবার (৬ মে) রাত ন’টায়। প্রস*ব বে*দনায় কা*তর স্ত্রী। লকডাউনে নিরূপায় নড়াইল সদরের খলিশাখালি গ্রামনিবাসী রিপন বিশ্বাস তার অন্তঃস*ত্ত্বা স্ত্রীকে হাসপাতালে দ্রুত ভর্তির জন্য নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নিকট ফোনে সহযোগিতা কামনা করেন। রিপন জানান যে তার স্ত্রী প্রস*ব বে*দনায় ছ*টফট করছে। লকডাউনের জন্য তিনি কোন গাড়ি খুঁজে পাচ্ছেন না।

এসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন নড়াইল পুলিশ সুপার। করোনা ভাই*রাস সংক্র*মণ রোধে নড়াইল জেলা যখন লকডাউনে রিপনকে আশ্বাস দিয়ে নিজ বাসায় অবস্থান নেয়ার কথা বলেন সুপার এবং তাৎক্ষণিক সেখানে নড়াইল জেলা পুলিশের অ্যা*ম্বুলেন্স পাঠিয়ে সন্তানস*ম্ভবা রো*গীকে সদর হাসপাতালে পৌঁছে দেন।

পুলিশের এই মানবিক সহযোগিতা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, “নড়াইল জেলার কোন জনগণ যদি জরুরী ভিত্তিতে অ*সুস্থ হয়ে পড়ে, আমরা নড়াইল জেলা পুলিশ সর্বদা পাশে আছি।”