নড়াইলের কালিয়ায় করোনা পরিস্থিতি উপেক্ষা করে সংঘ*র্ষে নিহত ১, আহত ১০

1
72
নড়াইলের কালিয়ায় করোনা পরিস্থিতি উপেক্ষা করে সংঘ*র্ষে নিহত ১, আহত ১০
নড়াইলের কালিয়ায় করোনা পরিস্থিতি উপেক্ষা করে সংঘ*র্ষে নিহত ১, আহত ১০

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় করোনা পরিস্থিতি উপেক্ষা করে সদ্য খননকৃত আঠারোবেকি নদীর চর দখ*লকে কেন্দ্র করে সংঘ*র্ষে আলী খান (৪০) নামে একজন নিহ*তসহ অন্তত ১০ জন আহ*ত হয়েছে। গু*রুত*র আহতদেরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৬ মে) বিকালে উপজেলার নড়াগাতী থানার চরবল্লাহাটি গ্রামে সংঘ*র্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, কালিয়া উপজেলার পূর্ব দক্ষিণ সীমান্ত প্রবাহিত আটারোবেকি নদীর চর দ*খল নিয়ে ওই গ্রামের মৃ*ত মোসলেম ঠাকুরের ছেলে আজিজুল ঠাকুরের সঙ্গে একই গ্রামের ওসমান খার ছেলে আলী খার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরো*ধ চলে আসছিল।

তারই জের ধরে বুধবার বিকাল ৪টার দিকে আজিজুল খা ও তার সমর্থকরা বিরোধীয় চরটি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘ*র্ষ বাধে। সংঘ*র্ষে আলী খা (৪০), নাসির খা (৫৫), শানাল খা (৩৮), জহুর মোল্যা (৬০) ও আজিজুল ঠাকুর (৪২) সহ অন্তত ১০ জন আহ*ত হন। গু*রুত*র আহ*ত আলী খাসহ কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৫ টার চিকিৎসাধীন অবস্থায় আলী খা মা*রা যায়।

উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খানম বলেন, আলী খা নিহ*তের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। খু*নিদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।