ব্যবসায়ীদের ভোক্তা অধিকারের সতর্কীকরণ, রমযানের ৩য় দিনেও ৫ লক্ষাধিক টাকার জরিমানা

4464
63
ব্যবসায়ীদের ভোক্তা অধিকারের সতর্কীকরণ, রমযানের ৩য় দিনেও ৫ লক্ষাধিক টাকার জরিমানা
ব্যবসায়ীদের ভোক্তা অধিকারের সতর্কীকরণ, রমযানের ৩য় দিনেও ৫ লক্ষাধিক টাকার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সোমবার (২৭ এপ্রিল) পবিত্র রমযানের তৃতীয় দিনে দ্রব্যমূল্যে কারসাজি ও নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রয় করার দায়ে পাইকারি ও খুচরা বাজারে ১৭৮টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে ৫ লক্ষ ৬৪হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক বাবলু কুমার সাহা এর সার্বিক নির্দেশনায়, পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুন এর তত্ত্বাবধানে ও উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর পরিচালনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ৯৪টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা ক‌রে জ‌রিমানা করা হয়।

রাজধানীতে অ‌ভিযা‌নে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক, আব্দুল জব্বার মন্ডল, রোজিনা আক্তার, ইন্দ্রনি রায়, মোঃ মাগফুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও মাহমুদা আক্তার। এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, রমযানে ও করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাইকারি হতে খুচরা পর্যায়ে কোন অসাধু ব্যক্তি নিত্য প্রয়োজনীয়পণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এছাড়া নিত্যপণ্যের উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।