রাজধানীসহ সারাদেশে ভোক্তা অধিকারের বাজার তদারকি কার্যক্রম চলছে

5
77
রাজধানীসহ সারাদেশে ভোক্তা অধিকারের বাজার তদারকি কার্যক্রম চলছে
রাজধানীসহ সারাদেশে ভোক্তা অধিকারের বাজার তদারকি কার্যক্রম চলছে

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে ও আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও ভোক্তা অধিদপ্তরের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালানো হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল, ২০২০) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় এবং পরিচালক শামীম আল মামুনের তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব আতিয়া সুলতানা, মোঃ মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, ইন্দ্রানী রায়, জান্নাতুল ফেরদাউস এর পরিচালনায় ঢাকা মহানগরের উত্তর বাড্ডা বাজার, মধ্যবাড্ডা বাজার, রামপুরা বাজার, গুদারাঘাট বাজার, ভাটারা বাজার, গুলসান-১ বাজার, গুলসান-২ বাজার, মহাখালি বাজার, বনানী বাজার, মধুবাগ বাজার, হাতিরপুল বাজার, নিউ মার্কেট বাজার, পলাশী বাজার, কাপ্তান বাজার, লক্ষীবাজার, শান্তিনগর বাজারে ও শ্যামবাজারে তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।

এ সময় নিত্য প্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয় সাথে সাথে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য অনুরোধ করা হয়।

অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, “সামনে পবিত্র রমজান মাস ও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসকে পুঁ‌জি ক‌রে যা‌তে ‌ব্যবসায়ীরা বাজার অ‌স্থি‌তিশীল কর‌তে না পা‌রে সে জন্য নিয়মিত তদারকির পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও ঢাকাসহ সারা বাংলাদেশ অামা‌দের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।” নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল রাখ‌তে এবং সরবারহ নিশ্চিত কর‌তেই এ পদ‌ক্ষেপ ব‌লে তি‌নি জানান।