নড়াইলের লোহাগড়ায় দুই প*চা মাং’স বিক্রেতাকে জরিমানা

0
69
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় প*চা মাং’স বিক্রির অভিযোগে আলম শিকদার (৬০) ইয়ারুল মোল্লা (৪০) নামের দুই মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে লোহাগড়া বাজারে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি। আলমের বাড়ি লোহাগড়া পোদ্দারপাড়ায় এবং ইয়ারুলের কুন্দশী গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লোহাগড়া বাজারে প*চা মাং’স বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই মোঃ মাহফুজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাজারে আসেন। খবর পেয়ে মাং’স বিক্রেতারা মাং’স নিয়ে পালিয়ে যায়। পরে তাঁদের বাড়ি থেকে প্রায় আশি কেজি প*চা মাং’সসহ ওই দুজনকে আটক করে পুলিশের ওই দল।

আটকের পর তাঁরা প*চা মাংস বিক্রির কথা স্বীকার করে। কলিজা প*চা ছিল, মাং’সের রং বিবর্ণ ছিল। রাখি ব্যানার্জি জানান, দুজনকে ওই জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। ওই মাং’স পুতে ফেলা হয়েছে।