নড়াইল সদর হাসপাতালের প্রবেশে চালু করা হল করোনা ভাইরাস প্রতিরো*ধে জীবাণুনা*শক কক্ষ

6
33
নড়াইল সদর হাসপাতালের প্রবেশে চালু করা হল করোনা ভাইরাস প্রতিরো*ধে জীবাণুনা*শক কক্ষ
নড়াইল সদর হাসপাতালের প্রবেশে চালু করা হল করোনা ভাইরাস প্রতিরো*ধে জীবাণুনা*শক কক্ষ

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর হাসপাতালের প্রবেশ দ্বারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইলে-২ এর সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরো*ধে জীবণুনা*শক কক্ষ চালু করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহযোগিতায় নড়াইল সদর হাসপাতাল প্রবেশ গেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সংসদ সদস্য মাশরাফীর পিতা গোলাম মোর্ত্তজা স্বপন এ সময় উপস্থিত ছিলেন।

হাসপাতালে প্রবেশের সময় এই জীবাণুনা*শক কক্ষের মধ্যে (চেম্বার) দিয়ে প্রবেশ করলে তার শরীরে জীবাণুনা*শক স্প্রে করা হবে। বাষ্পাকারে ছেটানো এই স্প্রে মানুষের শরীর ও পোশাক জীবণুমুক্ত হবে। এর ফলে চিকিৎসক, সেবিকা, রোগী, কর্মকর্তা-কর্মচারিগণ জীবাণুর হাত থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারবেন। শীঘ্রই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই জীবাণুনা*শক কক্ষ স্থাপন করা হবে বলে জানা গেছে।