নড়াইল থেকে ৪জনের করোনা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলেও রিপোর্ট আসেনি

4
123
করোনাভাইরাসঃ নড়াইলে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ সেমিনার ও সকল লোকসমাগম বন্ধ ঘোষণা
করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

শনিবার (৪ এপ্রিল) নড়াইল থেকে ৪জনের করোনা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলেও এখনও রিপোর্ট আসেনি। এরা হলেন, শহরের দক্ষিণ নড়াইল এলাকার করোনা উপসর্গে মৃ*ত্যুবরণকারী শওকত আলীর বাবা ওমর আলী (৬০), মা রেবেকা বেগম (৪৫), দুলা ভাই মফিজুর রহমান বাবু (৪৯) এবং শহরের আলাদাতপুর এলাকার কলেজ ছাত্র এম.এম ইমরুজ্জামান (২০)। ইমরুজ্জামান সদর হাসপাতালের আইসো*লেশনে রয়েছে এবং বাকিরা নিজের বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু বলেন, সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ইমরুজ্জমান ভালো আছে। নড়াইলের সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পর্যন্ত ৪জনের করোনা নমুনার কোনো রিপোর্ট আসেনি।

তিনি জানান, শওকতের পরিবারকে তাদের শারীরিক অবস্থার কোনো অব*নতি হলে সঙ্গে সঙ্গে অমাদের কাছে ফোন করতে বলা হয়েছে। এছাড়া আমরাও খোঁজ-খবর রাখছি। তারা সুস্থ আছেন।