পহেলা বৈশাখ ও পার্বত্য চট্টগ্রামের বৈসাবির অনুষ্ঠান স্থগিত

9789
199
পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ, নববর্ষ

নিউজ ডেস্ক

করোনাভাইরাস মোকাবেলায় জনসমাগম এড়াতে সরকার পহেলা বৈশাখ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৈসাবির সব ধরনের অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়েছে। বুধবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ ১৪২৭ বা এই সময়ে সকল ধরনের অনুষ্ঠান, কার্যক্রম (তিন পার্বত্য জেলার লবসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

আর মাত্র দুসপ্তাহ পরেই বাঙালি জাতির উৎসব পহেলা বৈশাখ। প্রতিবছর নববর্ষের দিনটি বাঙালিরা জাঁকজমকভাবে পালন করে। এর আগে গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিজিটাল উপায়ে নববর্ষের অনুষ্ঠান পালন করতে আহ্বান জানান।