নড়াইলে ইমামের নামে নারী ও শিশু নি*র্যাতন আইনে মামলা

2
116
যৌতুক দমন করুন
যৌতুক দমন করুন

স্টাফ রিপোর্টার

নড়াইলের আদালতে মসজিদের ইমামের বিরু*দ্ধে নারী ও শিশু নি*র্যাতন দ*মন আইনে মামলা হয়েছে। গৃহবধূ আছিয়া খাতুনকে (১৯) যৌতুকের দাবিতে নি*র্মম নি*র্যাতন ও শিশু সন্তান কে*ড়ে নিয়ে যাওয়ার ঘটনার নড়াইল নারী ও শিশু নি*র্যাতন দ*মন ট্রাইব্যুনালে এ মামলা হয়েছে। আছিয়া খাতুনের স্বামী আ. হান্নান শেখ স্থানীয় একটি মসজিদের ইমাম। তবে তাকে স্থানীয়রা তার অ*পকর্মের জন্য ইতোমধ্যে মসজিদের ইমাম থেকে বাদ দিয়েছে।

জানা যায়, সদর উপজেলার বিচালী গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে ভোক্তভোগী আছিয়া খাতুন স্বামী আ. হান্নান শেখের (২৭) নামে এ মামলাটি দায়ের করেন। তার স্বামী যশোর জেলার উভয়নগর উপজেলার নর্ণি গ্রামের হাবিবের ছেলে। রোববার (২২মার্চ) ওই মামলা বিজ্ঞ আদালতে দায়ের হয়।

মামলার বিবরণে উল্লেখ আছে, তার স্বামী বিয়ের সময় ২লাখ ৫০হাজার টাকার যৌতুক নেয়। বিয়ের কিছুদিন পর হান্নান অন্য নারীর সঙ্গে অ*বৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। স্বামীর পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী আছিয়াকে মা*রধর করে বাবাব বাড়ী পাঠিয়ে দেয়। অপরদিকে স্ত্রী ও শিশু সন্তান হামজাকে ফিরিয়ে নিতে আরও টাকা যৌতুক দাবি করে।