নড়াইলে আর্ন্তজাতিক নারী দিবস পালন

1
18
নড়াইলে আর্ন্তজাতিক নারী দিবস পালন
নড়াইলে আর্ন্তজাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টার

‘‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় আদালত সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সমতার পাশাপাশি তাদের অধিকার সুরক্ষার দাবি জানানো হয়।

পরে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিচুর রহমান, নারী নেত্রী আঞ্জুমান আরা, রওশন আরা কবির লিলি, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অফিসার মোঃ বকুল আলী প্রমুখ।

কর্মসূচিতে ব্র্যাকের সীমাখালী, মহিষখোলা ও রামচন্দ্রপুর পল্লী সমাজের সদস্য সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে ‘‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সমতার পাশাপাশি তাদের অধিকার সুরক্ষার দাবি জানিয়ে বক্তব্য দেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা,কালিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মতিয়ার রহমান, সামাজিক ক্ষমতায়ন কর্মর্সূচির ফিল্ড অফিসার লিপি বিশ্বা প্রমুখ। কর্মসূচিতে ব্র্যাকের পল্লী সমাজের দাস নাওরা ও গোবিন্দ নগর পল্লী সমাজের সদস্য সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।