বিসিডিএস নড়াইল জেলা শাখার সভাপতি নির্বাচিত সৈয়দ আব্দুল্লাহ আল বাকী

0
18

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ (বিসিডিএস) নড়াইল জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল্লাহ আল বাকী। তিনি নড়াইল সদর হাসপাতাল রোডের সৈয়দ ফার্মেসীর মালিক। এর আগে জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

গত ২০ জানুয়ারী বিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের মাসিক সভায় কমিটির সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান ১৭ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কার্যকরী কমিটি ঘোষণা ও অনুমোদন দেন। কমিটিতে সদর হাসপাতাল রোডের বলাকা ফার্মেসীর মালিক নিতাই সাহাকে সিনিয়র সহসভাপতি, লোহাগড়ার জনতা ফার্মেসীর লুৎফুল করিম কচি ও কালিয়ার বিসমিল্লাহ ফার্মেসীর মোঃ মনিরুল ইসলামকে সহ-সভাপতি করা হয়েছে।

এছাড়া সদস্যরা হলেন লোহাগড়ার কারিমা মুবিন ড্রাগ হাউজের মালিক মোঃ গোলাম কিবরিয়া, সদর হাসপাতাল গেটের খান মেডিসিন শপের মাহবুবুর রহমান, অঙ্কন ড্রাগ হাউজের অলোক সাহা, রায় ফার্মেসীর দেবাশীষ রায় পিন্টু, রাজলক্ষ্মী ফার্মেসীর চঞ্চল কুন্ডু, রূপগঞ্জ বাজারের ভাই ভাই ফার্মেসীর অনুপম প্রেসক্রিপশন পয়েন্টের আশিষ কুমার দে, নড়াইল চৌরাস্তার নিতুল ফার্মেসীর সৈয়দ খুরশেদ তৌহিদ, গোবরার ফয়সাল মেডিকেল হলের মোঃ আজিজুর রহমান, মাইজপাড়ার শাহিন ফার্মেসীর ফকর উদ্দিন, লোহাগড়ার ফুলজান নেছা ফার্মেসীর আহম্মদ হুসাইন, নলদী বাজারের সেবা ফার্মেসীর মোঃ ফারুক হোসেন ও কালিয়ার চঞ্চল ফার্মেসীর চঞ্চল চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল বাকী বলেন, ‘ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, পারস্পারিক সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন সমস্যা সমাধান সহ সমিতির ভাবমূর্তি অক্ষুন্নত রাখতে ব্যবসায়ীদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে চাই। দায়িত্ব পালনকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ পরিবর্তন কার্যক্রম আরো গতিশীল করা, খুচরা ঔষধ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় কার্যক্রম পুরোদমে চালু করা, প্রশাসন কর্তৃক হয়রানীমূলক সব ধরণের অভিযান, নকল-ভেজাল ও নিম্নমানের ওষুধ সহ সকল প্রকার অবৈধ ঔষধ ক্রয়-বিক্রয় বন্ধ করা, লাইসেন্সবিহীন দোকানে লাইসেন্স প্রদানের ব্যবস্থা, ফার্মেসী সার্টিফিকেট কোর্স ও বিভিন্ন কর্মশালার মাধ্যমে কেমিস্ট্রির কর্মদক্ষতা বৃদ্ধির উদ্যোগসহ কল্যাণমুখী কাজ করার প্রত্যাশা রয়েছে।’