নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে লেখা বিষয়ক কর্মশালা

0
22
নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে লেখা বিষয়ক কর্মশালা
নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে লেখা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার

নড়াইলে স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণে লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সদর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রশিক্ষক ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার শীল ও সাংবাদিক ফরহাদ খান।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকতা সাহাজাদী বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাসিরুজ্জামান, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, পংকজ কুমার রায়, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল সিংহ, এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কার কাজী, শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিশকাত শরীফ, চাঁচড়া এনইউবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার বিশ্বাস ও নড়াইল ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের (ডিপিওডি) নির্বাহী পরিচালক ছাব্বির হোসেন। সমন্বয়কারী ছিলেন আরআরএফ’র প্রকল্প কর্মকর্তা প্রবীর কুমার দত্ত। রুরাল রিকনস্ট্রাশন ফাউন্ডেশনের (আরআরএফ) আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।