নড়াইলে এক দিনে করোনায় সর্বোচ্চ ৭জনের মৃ/ত্যু

3
6
করোনা

স্টাফ রিপোর্টার

নড়াইল জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রা/ন্ত হয়ে ৭জনের মৃ/ত্যু হয়েছে। জেলায় এটি সর্বোচ্চ মৃ/ত্যুর রেকর্ড। চব্বিশ ঘন্টায় ১শ ৭জনের পরীক্ষায় আক্রা/ন্ত ৫১জন। আ/ক্রান্তের হার ৪৭.৬৬। মৃ/তরা হলেন নড়াইল শহরের কুড়িগ্রামের রবিউল ইসলাম (৫০), সদরের মাইজপাড়া গ্রামের নূরুল ইসলাম (৫০), লোহাগড়া উপজেলার পার ইছাখালী গ্রামের আবু বক্কর সিদ্দিক (৭৫), মিঠাপুর গ্রামের সফুরা বেগম (৪৫), কুমারকান্দা রোকেয়া বেগম (৮০), লক্ষ্মীপাশার আনোয়ারা বেগম (৬৮) এবং জেলার পার্শ্ববর্তী মাগুরার শালিখা এলাকার নিমাই সিকদার (৭০)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।এ নিয়ে জেলায় মৃ/ত্যুর সংখ্যা দাড়ালো ৬৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩শত ৮৯ জন।

নড়াইলের সিভিল সা/র্জন ডা. নাছিমা আক্তার বলেন, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনায় মৃ/ত্যু ও শনাক্তের হার বেড়ে যাওয়ায় আমাদেরকে সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি কঠো/রভাবে মেনে চলতে হবে।