নড়াইলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন, ২ লক্ষাধিক মানুষ নিরাপদ পানি পান করবে

1
45

স্টাফ রিপোর্টার

নড়াইলে উন্নত প্রযুক্তি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর সভার হাতিরবাগান এলাকায় ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় নির্মিত এ প্লান্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। পরে আনুষ্ঠানিক ভাবে নড়াইল পৌরসভার কাছে এ প্লান্টটি হস্তান্তর করা হয়। এ সময় নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান শেখ, খুলনা বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ জামানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক আহম্মেদ এবং নড়াইল প্রেসক্লাবের সভাপতিসহ অনেকে উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে উন্নত প্রযুক্তি ও উচ্চ ক্ষমতাসম্পন্ন এ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে। ফলে পৌর এলাকার ২ লক্ষাধিক মানুষ পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি পানের আওতায় আসবে। পানি পানের সুবিধা ছাড়াও পানি বাহিত রোগ কলেরা, টাইফায়েড, আমাশয় ইত্যাদি রোগ থেকে মুক্তিসহ সুপেয় পানির অভাব দুর হবে। প্রতি ঘন্টায় ৩৫০ ঘনমিটার পানি সংশোধনের ক্ষমতা থাকবে এ ট্রিটমেন্ট প্লান্টের।