ঘূর্ণিঝড় বুলবুলের আঘা’তে ক্ষ’তিগ্র’স্থদের ত্রাণ সামগ্রী বিতরণ করলো নড়াইল ছাত্রলীগ

0
17

স্টাফ রিপোর্টার

ঘূর্ণিঝড় বুলবুলের আঘা’তে নড়াইল জেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ত্রান সামগ্রী ও জরুরী সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্তু জেলার লোহাগড়া উপজেলার বিভিন্নস্থানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ৬ জন চিকিৎসক স্থানীয়দের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের উপ-ত্রাণ ও দু’র্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফারুক আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দু’র্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের আঘা’তে জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল, শিয়েরবরসহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক ক্ষ’তিগ্রস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।