নড়াইলের লোহাগড়ায় তথ্যপ্রযুক্তি আইনে যুবক গ্রেফতার

2
510

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় নবম শ্রেণির এক ছাত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে ভু’য়া আইডি তৈরী করে বিত’র্কিত পোস্ট দেয়াসহ ম্যাসেঞ্জারে আপ’ত্তিকর তথ্যপ্রেরণ করায় আজিজুল বিশ্বাস (৩০) নামে এক যুবককে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। ভু’ক্তভো’গী ছাত্রী বাদি হয়ে ওই যুবকের নামে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের আব্দুর রশীদ বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস দীর্ঘদিন ধরে স্থানীয় স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে ভু’য়া আইডি তৈরী করে বিত’র্কিত পোস্ট দেয়াসহ ম্যাসেঞ্জারে আপ’ত্তিকর তথ্যপ্রেরণ করছিল।

ভু’ক্তভো’গী ছাত্রী গতকাল সোমবার (৪ নভেম্বর) লোহাগড়া থানায় ওই যুবকের নামে অভিযোগ এনে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে। মামলা নং-০৫। মামলার তদন্ত অফিসার এসআই মিল্টন কুমার দেবদাস মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে লক্ষ্মীপাশা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকাররম হোসেন জানান, আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।