মুশফিক-সৌম্যের দুর্দান্ত ব্যাটিংঃ ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি জিতলো বাংলাদেশ

246
14

স্পোর্টস/এমএস

ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেল টাইগাররা। তামিম-সাকিবহীন ম্যাচে সৌম্য-মুশফিকের দুর্দান্ত ব্যাটিং এ ৭ উইকেটে এই দীর্ঘ প্রতীক্ষিত জয়ের দেখা মিলল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতকে নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকদের ৬ উইকেটে ১৪৮ রানে আটকে দেয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ধাওয়ান৷ প্যান্ট ২৬ ও আইয়ার ২২ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শফিউল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই আউট হন লিটন। সৌম্য ও নাইম ৪৬ রানের জুটি গড়লে দলের কিছুটা আশার সঞ্চার হয়। দুটি চার ও ১ ছক্কায় ২৬ (২৮) রানে নাইম আউট হলে সৌম্য ও মুশফিকের ব্যাটে এগোতে থাকে টাইগাররা। দলীয় ১১৪ রানে ৩৫ বলে ৩৯ রানে সাজঘরে ফেরেন সৌম্য। দু’টি ছক্কা ও ১টি চার মারেন তিনি। ক্রিজে নামেন টাইগার নেতা মাহমুদুল্লাহ। মুশফিক-মাহমুদুল্লাহর অপারিজত ৪০* রানের জুটিতে ৩ বল হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌছায় বাংলাদেশ। দুবের তৃতীয় বলে অধিনায়ক মাহমুদুল্লাহর ছয় হাঁকালে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ। ৮ চার ও ১ ছক্কায় ৬০ (৪৩) রানে অপরাজিত ছিলেন ম্যাচ সেরা মুশফিক। অপরদিকে ২ ছক্কায় ৫ বলে ১৪* রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদুল্লাহ।

ভারত: ২০ ওভারে ১৪৮/৬ (ধাওয়ান ৪১, রোহিত ৯, রাহুল ১৫, শ্রেয়াস ২২, প্যান্ট ২৭, দুবে ১, পান্ডিয়া ১৫*, সুন্দর ১৪*; শফিউল ৪-০-৩৬-২, আল আমিন ৪-০-২৭-০, মুস্তাফিজ , আমিনুল ৩-০-২২-২, সৌম্য ২-০-১৬-০, আফিফ ২-০-১৫-০, মোসাদ্দেক ১-০-৮-০, মাহমুদউল্লাহ ১-০-১০-০)

বাংলাদেশ: ২০ ওভারে (মুশফিক ৬০*, সৌম্য ৩৯, নাইম ২৬, মাহমুদুল্লাহ ১৪*, লিটন ৭; সুন্দর ৪-০-২৫-০, চাহাল ৪-০-২৪-১, পান্ডিয়া ৪-০-৩২-০, আহমেদ ৪-০-৩৭-১, চাহার ৩-০-২৪-১, দুবে ০.৩-০-৯-০)