নড়াইলে ভিক্টোরিয়া কলেজ শিক্ষকদের নিকট চাঁ’দা দাবি ও হ’ত্যার হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়রি

5
36

স্টাফ রিপোর্টার

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শিক্ষকদের নিকট জনযু’দ্ধ পরিচয়ে চাঁ’দা দাবি এবং হ’ত্যার হু’মকি দেওয়ার ঘটনায় নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রোববার (২০অক্টোবর) রাতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম সাধারণ ডায়রি করেন।

এই ঘটনার পরিপেক্ষিতে সোমবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ পরিদর্শন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, চাঁ’দা দাবী বা হু’মকী দেওয়ার ঘটনা জানবার সাথে সাথে আমরা প্রযুক্তির সহায়তায় বের করার চেষ্টা করছি কারা কি উদ্দেশ্যে এটা করছে এবং তদন্ত শুরু করে দিয়েছি। উল্লেখ্য, রোববার বিপ্লবী কমিউনিস্ট পার্টির নামে মোবাইল ফোন থেকে কলেজের প্রায় ২০ জন শিক্ষকের নিকট চাঁ’দা দাবী এবং হ’ত্যার হু’মকী দেওয়া হয়। একই সাথে সরকারি মহিলা কলেজের তিনজন শিক্ষকের কাছ থাকে চাঁ’দা দাবি এবং তাদের হ’ত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানা যায়।

নড়াইলে ভিক্টোরিয়া ও মহিলা কলেজের ২৩ শিক্ষকের কাছে ৪০লাখ টাকা চাঁ’দা দাবি, হ’ত্যার হু’মকি