নড়াইলের কামাল প্রতাপ গ্রামে হ’ত্যা মামলার আসামীর বাড়ি পু’ড়িয়ে দেয়ার অভিযোগ

5
73

স্টাফ রিপোর্টার

নড়াইলের কামাল প্রতাপ গ্রামে একটি হ’ত্যা মামলার আসামী মফিজার কাজীর বসতঘর পু’ড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অ’জ্ঞাতনামা আরো ৫জনকে আসামী করে মামলা হয়েছে।

ক্ষ*তিগ্র*স্ত মফিজার কাজী জানান, গত শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে তার বাড়ির উত্তরপোতার বসতঘরটি প্র’তিপক্ষরা পূর্বশ’ত্রুতার জের ধরে আ’গুন ধরিয়ে দেয়। আ’গুনে ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ সব কিছু পু’ড়ে ছাই হয়ে যায়।

তিনি (মফিজার কাজী) অভিযোগ করে বলেন, ‘চলতি বছরের ২৫ এপ্রিল রাতে শালিখা বাজারে পূর্বশ’ত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত সে’না সদস্য ডাবলু শেখ নিহ’ত হয়। ওই ঘটনায় নিহতের ভাই বাবুল শেখ বাদী হয়ে ৩১জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই হ’ত্যা মামলা দীর্ঘদিন জেল-হাজতে থাকার পর আমরা জামিনে মুক্তি পাই। কিন্তু বাদীপক্ষের লোকজনের ভ’য়ভী’তির কারণে বাড়ি যেতে পারি না। সম্প্রতি পুলিশের সহযোগিতায় বাড়িতে যাই। কিন্তু বাদী বাবুল শেখ তার লোকজন নিয়ে গত ১৭ অক্টোবর আমার ভাই বাবু কাজীকে (৫৫) কু*পিয়ে গুরুত’র আহত করেছে। আমার একমাত্র বসতঘরটি পু’ড়িয়ে দিয়েছে। আমাদেরকে প্রতিপ’ক্ষের লোকজন গ্রামে বাস করতে দিচ্ছে না। গত ছয়মাস ধরে অত্যা’চার চালিয়ে আসছে।

এ ব্যাপারে নিহত ডাবলু শেখের ভাই মামলার বাদী বাবুল শেখ বলেন, ‘আমি ঢাকায় আছি। কারও ঘর পো’ড়ানোর প্রশ্নই আসে না। তারা নিজেদের ঘর পু’ড়িয়ে আমাদের বিরু’দ্ধে মি’থ্যা অভিযোগ করেছে। আমার ভাই খু’ন হয়েছে। মামলা করেছি। আইনগতভাবে বিচার হবে। আমরা কোন আসামীদের ভ’য়ভী’তি ও হু’মকি ধাম’কি দেইনি। এসব অভি’যোগ মিথ্যা।’

নড়াইল সদর থানার ওসি মোঃ ইলিয়াস হোসেন বলেন, বাশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামের মফিজার কাজীর বসতঘরে আ’গুন দেয়ার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে (মামলা নং-১৪, তাং-১৯/১০/১৯)। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’