৯ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষেধ

346
11

নিউজ ডেস্ক

আগামী বুধবার থেকে টানা ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। প্রজনন মৌসুম হওয়ায় ‘মা’ মাছ সংরক্ষণে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়েছে। রোববার (৬ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯’এর অংশ হিসেবে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এর ব্যতিক্রম হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেয়া হবে। এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের পাশে সরকার দাঁড়াবে বলেও উল্লেখ করা হয়েছে।

আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন পর্যন্ত মা ইলিশ ডিম পাড়ে। প্রশাসনের দাবি করছে গত কয়েক বছর এই মৌসুমে মাছ ধরায় বিধিনিষেধের ফলে ইলিশ মাছের উৎপাদন দ্বিগুণ হয়েছে।