নড়াইলে ১৮০জন পেশাজীবী গাড়ী চালকদের ২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

7
8

স্টাফ রিপোর্টার

“সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা, সচেনতা বৃদ্ধিমূলক ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর ও নড়াইল সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী, নড়াইল বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর ও নড়াইল সার্কেলের সহকারি পরিচালক কাজী মোরছালিন, নড়াইল নিরাপদ সড়ক চাই এর সভাপতি সৈয়দ খায়রুল আলম, বিআরটিএ নড়াইল সার্কেল মোটরযান পরিদর্শক হুমায়ুন কবীর, সরকারি কর্মকর্তা, বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারি ও প্রশিক্ষণার্থীগণ।  এ প্রশিক্ষণে জেলার ১৮০জন পেশাজীবী গাড়ী চালককে দক্ষতা, সচেনতাবৃদ্ধিমূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।