নড়াইলে এস এম সুলতান মহাবিদ্যালয়সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

3
79

স্টাফ রিপোর্টার

নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়, শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও আবদুল হাই ডিগ্রী কলেজের ১তলা নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্ব-স্ব প্রতিষ্ঠান চত্বরে এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুনির হোসেন মল্লিক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমাউন কবির, মুক্তিযোদ্ধা এস এ মতিন, কাউন্সিলর কাজী জহিরুল হক, এস এম সুলতান বেঙ্গল চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অশোক কুমার শীল, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক শেখ হানিফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নড়াইলের সহকারি প্রকৌশলী মোঃ আশরাফুল হক, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৪তলা ভিতের ১তলা বিশিষ্ট প্রতিটি ভবন নির্মাণে ৮৫ লক্ষ টাকা বরাদ্ধ ধরা হয়েছে।