রাজধানীতে মীনা বাজার ও আগোরাসহ ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

1
196
রাজধানীতে মীনা বাজার ও আগোরাসহ ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

স্টাফ রিপোর্টার

শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার পশ্চিম এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে সহকারী পরিচালক মো: মাসুম আরেফিন কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়।

মোড়কজাত পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, এম আর পি না থাকায় আগোরা লি: কে ৩০ হাজার টাকা, মীনা বাজারকে ৩০ হাজার টাকা, জাহাঙ্গীর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা না থাকায় মেসার্স ব্রাদার্স জেনারেল স্টোরকে ২০০০ টাকা, সিরাজগঞ্জ জেনারেল স্টোরকে ২০০০ টাকা, রনি জেনারেল স্টোরকে ১০০০ টাকা, আঁখি মাংস বিতানকে ১০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সর্ব মোট ৭ টি প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা এই অভিযান এর সহায়তা করে। ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।