আগস্ট আসে, তুমি আসো না!

0
14

কবিতা- ফায়েক বিশ্বাস

আগস্ট আসে প্রতিদিন প্রতিক্ষণ
কেবল তুমি আসো না বাংলার স্বপ্নদ্রষ্টা
স্বাধীন আকাশে এখনও উড়ে
রক্ত লোলুপ বাজ!
এখনও সবুজ ঘাসের বুকে রক্তের ছোপ ছোপ দাগ
পরাজিত শক্তির কালো হাত!
আগস্ট আসে এখনও
হিরোশিমা নাগাসাকির বন্দরে
পচাত্তরে
সন্তান হারানো মায়ের বিদগ্ধ জঠরে
কেবল তুমি আসো না কেন হে বঙ্গবন্ধু
তুমি ফিরে এসো এই জনসমুদ্রে
রেসকোর্স ময়দান
বাঙলার ঘরে ঘরে
অগ্নিঝরা উত্তাল মার্চে
সেই সাহসী তর্জনী
হানাদার শত্রুর বুকে গতিময় গুলি
এখনও তোমার জ্বালাময়ী ভাষণে উত্তেজিত হয়ে উঠি
এখনও তোমার ভাষণে হাজার গুলি খেয়ে মরি মরি
কোথায় হারালে তুমি
অবুজ শিশু রাসেলের ছবিতে খুঁজে ফিরি-