পথে যেতে যেতে

7
22

কবিতা/ফায়েক বিশ্বাস

পথে যেতে যেতে দেখেছি সে নির্জন মাঠ
নরম নদীর মতো ছড়ানো ফুলের সুবাস
দেখেছি অন্ধকারে আমের মুকুল
আকুন্দা ফুলে উড়ে আসে কালো ভীমরুল
জোনাকিতে ভরে গেছে অশথ জারুল
সে মাঠে ফসল হয়ে গেছে কাটা
মাথার পরে দাঁড়িয়েছে হেমন্তের চাঁদ কাস্তের মতো বাঁকা-চোখা
দেখেছি পৌষের রাতে কুয়াশার ঘ্রান
অন্ধকার আকাশে অগণন জ্বলে থাকা তারা
হিজলের বনে বাদুড়ের চকিত আসা-যাওয়া
এই মাঠ থেকে উঠে গেছে চাষা
লাঙল জোয়াল গরু সব দিয়েছে ভাড়া!
স্বপ্ন ভালোবাসা এইসব কুহক আহ্লাদে ভরা
যেতে যেতে শুনেছি ক্লান্ত ঘুঘুর করুন ডেকে যাওয়া
গুলতির আঘাতে আকাশে আকাশে উড়ে চলা জোছনার ভিতর
দেখেছি ধানের শীষের পরে গোধুলির রোদ
বিষন্ন কাকের মতো রাখালের ঘরে ফেরা
সবুজ পাতা অঘ্রাণ রোদে হলুদ খসে পড়া
পাকা ধানের উঠোন জুড়ে ধানশালিকের খেলা
নবান্নের মাতম গন্ধে গ্রামে গ্রামে
পড়েছে সাড়া
অবুঝ শিশুর খেলা কোথায় হারাল তারা
সরপুঁটি মাছ, ডানকুনি, শাপলার বিল আর মাছরাঙা!
শিউলির সুবাস যেখানে ঝরিত সকালের বেলা
শান বাঁধা পুকুরের ঘাট খডের চালের ছায়া
নদীর কিনারজুড়ে হোগলার বনে
বক আর ডাহুকের ডাক
যেতে যেতে পথে সন্ধ্যা নামে শুপুরির পাতা বেয়ে রোজ
প্রতিদিন সকাল হয় কিশোরীর মতো সরল সহজ।