আইনজীবীদের কাছে অনুরোধ মাদক সংশ্লিষ্ট ও ধর্ষকদের কেস নেবেন নাঃ মাশরাফী এমপি

3783
5557

স্টাফ রিপোর্টার

“আইনজীবী সমাজের কাছে অনুরোধ যারা মা*দ*ক দিয়ে সমাজকে ক’লু*ষিত করে, যারা নারী শিশুদের ধ*র্ষ*ণ করে, আপনারা দয়া করে তাদের পক্ষে কে*স করবেন না। এরা সমাজকে শে*ষ করে দিচ্ছে। আমি প্রশাসনকে বলেছি এ ধরনের ঘৃ*ণ্য অ*পরা*ধীদের বিরু*দ্ধে জি’রো টলা*রেন্স নিয়ে পদক্ষেপ নিতে। পুলিশ তাদের ধ*রবে আর আপনারা যদি তাদের জামিন করিয়ে দেন, সমাজের কাছে আপনাদের দায়*বদ্ধতা থাকল কোথায়?” এসময় আইনজীবী নেতৃবৃন্দরা কথা দিয়েছেন চিহ্নি*ত স*ন্ত্রা*সী ও মা*দ*কসেবী-ব্যবসায়ীদের পক্ষে মা*মলা করবেন না।

বৃহস্পতিবার বেলা ৩ টায় মাশরাফী বিন মোর্ত্তজা এমপি নড়াইল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। তিন পিছিয়ে পড়া নড়াইল সম্পর্কে বলেন আমি মন্ত্রী মহোদয়দের বলেছি যদি নড়াইলকে উন্নয়নের দিক থেকে জেলার মর্যাদা দেন তো ভাল। তা নাহলে নড়াইলকে মহকুমা বানিয়ে দেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল বা*রের সভাপতি এ্যাডঃ সৈয়দ মোহম্মদ আলী।