মালিবাগ চৌধুরীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি গ্রহণ

2
37

স্টাফ রিপোর্টার

“জমা জল যেখানে, ডেঙ্গু বাহক মশার জন্ম সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি। শুক্রবার (২ আগস্ট) রাজধানীর মালিবাগের পশ্চিম চৌধুরীপাড়ায় শিল্পকলা কেন্দ্র “সুর-সপ্তক” ও পশ্চিম চৌধুরীপাড়া কল্যাণ সমিতির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে এই সচেতনতামূলক র‍্যালী ও কর্মসূচি পালিত হয়। কর্মসূচিটি পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কমিশনার আলহাজ্ব মোস্তাক আহমেদ।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন করা হয়। সকলেই যেন জমে থাকা পানি অপসারণ করে, খালি পানির পাত্র প্রতিনিয়ত পরিস্কার রাখে, মাশার কামড় থেকে বাঁচার জন্য পূর্ণ পোষাক পরিধান করে, এবং জ্বর, বমি ও শরীরে ব্যথা অনুভূত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয় এসকল বিষয়ে সকলকে অবগত করা হয়।