ফার্মেসি, রেস্টুরেন্ট, ফলের দোকান- সবখানে ভেজাল ও পচন, ভোক্তা অধিকারের শাস্তি

2
20

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার (২৩ জুলাই) মহানগরীর ধানমন্ডি এলাকায় বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ, অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়মের অপরাধে ফার্মেসী, রেস্টুরেন্টসহ ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আরেফিনের নেতৃত্বে ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকার বাজার তদারকি করা হয়।

অভিযানে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে যথাক্রমে ড্রাগ স্টোরকে ২০ হাজার টাকা এবং ডে নাইট ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করার দায়ে ব্লাক পেপারকে ১০ হাজার টাকা টাকা, ডিস্যাক ক্যাফেকে ২০ হাজার টাকা, টেস্টি বেলবিকে ২০ হাজার টাকা, জেনিয়াল বাফেটকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানকালে ক্ষতিকর রং খাদ্য পণ্য প্রস্তুত করার দায়ে ট্রিট ক্যাফেকে ৫০ হাজার টাকা এবং ওজনে কারচুপির দায়ে ২টি ফলের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৯টি প্রতিষ্ঠানকে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১১ অভিযান এর সহায়তা করে। ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।