নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহে জেলার ৪ জন মৎস্য চাষী পুরস্কৃত

2
20

স্টাফ রিপোর্টার

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে শেষ হল জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯। মঙ্গলবার (২৩ জুলাই) নড়াইল জেলা মৎস্য অফিসের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, নড়াইলের আয়োজনে, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর মূল্যায়ন, পুরস্কার প্রদান ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা মৎস্য অফিসের সহকারি পরিচালক হোসনে আরা হ্যাপী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক, সরকারি কর্মকর্তা, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, মৎস্য চাষী, হ্যাচারি মালিক, মৎস্য ব্যবসায়ী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলা ৪ জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়।