নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত, চিংড়ী উৎপাদন সাফল্যে পুরস্কৃত হচ্ছেন বাহিরগ্রামের অঞ্জন

0
12

স্টাফ রিপোর্টার

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ পালন উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল জেলা মৎস্য অফিসের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ড. শেখ শফিকুর রহমানের সভাপতিত্বে জেলা মৎস্য অফিসের সহকারি পরিচালক হোসনে আরা হ্যাপী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক মৎস্য অফিসের কর্মকর্তা, ষ্টেক হোল্ডারগণ, মজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় নতুন প্রযুক্তি মাধ্যমে মৎস্য চাষ, মৎস্য উৎপাদন, নিরাপদ মৎস্য খাদ্য ও নিরপদ মৎস্য উৎপাদন করা, শুটকি উৎপাদনের আধুনিক কারখানা তৈরী, মাছের পোনার আধুনিক বিক্রয় কেন্দ্র নির্মাণ, রুই জাতীয় মাছের জাত উন্নয়ন, দেশীয় জাতের ছোট মাছের পোনা উৎপাদন ও চাষ বৃদ্ধিকরাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। নড়াইল সদরের বাহিরগ্রামের অঞ্জন সমাদ্দার এ বছর জাতীয় পর্যায়ে চিংড়ী উৎপাদনের সাফল্যের জন্য সিলভার ম্যাডেল পাচ্ছেন বলে সভায় জানানো হয়।