১০৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৯৫৩ জন হজযাত্রী

0
5

নিউজ ডেস্ক

সরকারি ও বেসরকারি উদ্যোগে ১০৯টি হজ ফ্লাইটে ৩৯ হাজার ৯শ’ ৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শনিবার (১৩ জুলাই) ঢাকায় হজ অফিসের ৯ম বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশের ৫৪টি হজ ফ্লাইট ও সৌদি এয়ার লাইন্সের ৫৫টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করেন।

শুক্রবার পর্যন্ত ১০৯টি বিমানে ৩৯ হাজার শ’ ৫৩ জন হজ যাত্রীর মধ্যে ৪হাজার ১৮৫ জন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭ শ’ ৬৮ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। প্রথমবারের মত সৌদি আরবের (প্রিরিঅ্যারাইভাল ইমিগ্রেশন) ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তেব্যে পৌঁছতে পারছেন। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯ শ’ ২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। সৌদি আরবে হজ যাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট এবং আগামী ১৭ আগস্ট থেকে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে। (সূত্রঃ বাসস)