অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

8
21

স্পোর্টস ডেস্ক

সেই ১৯৯২ সাল। পাকিস্তানের বিপক্ষে শেষবারের মত ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। ক্রিকেটের জন্ম দিয়েও আজও অবদি বিশ্বকাপ জেতা সম্ভব হয়নি ইংরেজদের। ২০১৯ বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠলো ইংল্যান্ড। অবশেষে ২৭ বছর পর আবারো নিজ মাঠেই ফাইনালে উঠলো ইংলিশরা। আজ দ্বাদশ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশরা ৮ উইকেটে হারায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। এই জয়ে ১৯৯২ সালের পর বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইয়োইন মরগানের দল।

বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইংলিশদের বিধ্বংসী বোলিং এ ৪৯ ওভারে ২২৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ১০৭ বল বাকী রেখে ২ উইকেটে ২২৬ রান তুলে ফাইনাল নিশ্চিত করে ইংলিশরা। ফাইনালে আগামী ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২২৩ (ওয়ার্নার ৯, ফিঞ্চ ০, স্মিথ ৮৫, হ্যান্ডসকম ৪, কেয়ারি ৪৬, স্টয়নিস ০, ম্যাক্সওয়েল ২২, কামিন্স ৬, স্টার্ক ২৯, বেহরেনডর্ফ ১, লায়ন ৫*; ওকস ৮-০-২০-৩, আর্চার ১০-০-৩২-২, স্টোকস ৪-০-২২-০, উড ৯-০-৪৫-১, প্লাঙ্কেট ৮-০-৪৪-০, রশিদ ১০-০-৫৪-৩)।

ইংল্যান্ড: ৩২.২ ওভারে ২২৬/২ (রয় ৮৫, বেয়ারস্টো ৩৪, রুট ৪৯*, মর্গ্যান ৪৫*; বেহরেনডর্ফ ৮.১-২-৩৮-০, স্টার্ক ৯-০-৭০-১, কামিন্স ৭-০-৩৪-১, লায়ন ৫-০-৪৯-০, স্মিথ ১-০-২১-০, স্টয়নিস ২-০-১৩-০)। ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: ক্রিস ওকস।