নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

7
14

স্টাফ রিপোর্টার

“জনসংখ্যা ও উন্নয়নে আন্তজার্তিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রতির দ্রুত বাস্তবায়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দিবসটি পালন উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র‌্যালী ,আলোচনা সভা, পরিবার পরিকল্পনা কর্মি, সংগঠন এবং প্রতিষ্ঠানকে বিশেষ অবদানের জন্য ১২টি সনদ পত্র বিতরণ ও বিশেষ সেবা দান অনুষ্ঠিত হয়।

সনদ পত্র বিতরণ ও বিশেষ সেবাদান অনুষ্ঠিত হয়। সকালে প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। অনুষ্ঠানে,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, আঞ্জুমান আরা,সরকারি কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।