রাজধানীতে ফার্মেসিসহ খাবারের হোটেলকে লক্ষাধিক টাকার জরিমানা

1
10

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা এলাকায় বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধায়নে এই অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ মাসুম আরেফিন ও সহকারী পরিচালক আফরোজা রহমান।

বাজার অভিযান পরিচালনাকালে ৬টি ফার্মেসিতে তদারকি করা হয় এদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে একটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ দই বিক্রয়ের অপরাধে ফুলকলি দোকানকে ৫০ হাজার টাকা এবং বিদেশি পণ্য আমদানিকারকের সিল না থাকা ও পঁচা দই ফ্রিজে সংরক্ষণের অপরাধে বিক্রমপুর সুইটস এন্ড বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের অপরাধে গ্রীন ক্যাফে হোটেলকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অপরাধে একটি ফার্মেসিকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১লক্ষ ২২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ১ সার্বিক সহায়তা প্রদান করে।