পরাজয় দিয়ে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের

153
10

স্পোর্টস ডেস্ক

পরাজয় দিয়ে দ্বাদশ বিশ্বকাপের অভিযান শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৫ জুলাই) বিশ্বকাপের ৪৩তম ম্যাচে পাকিস্তানের কাছে ৯৪ রানে হারে বাংলাদেশ। এই হার দিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বিশ্বকাপ শেষ হলো। এবারের আসরে ৯ খেলায় ৩ জয়, ৫ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট পেল বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৫ জয় ৩ হার ও ১টি পরিত্যক্ত। ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাকিস্তান টেবিলের পঞ্চমস্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৫০ ওভারে ৩১৫/৯ (ফখর ১৩, ইমাম ১০০, বাবর ৯৬, হাফিজ ২৭, হারিস ৬, ইমাদ ৪৩, সরফরাজ ৩*, ওয়াহাব ২, শাদাব ১, আমির ৮, শাহিন ০*, মিরাজ ১০-০-৩০-১, সাইফ ৯-০-৭৭-৩, মুস্তাফিজ ১০-০-৭৫-৫, মাশরাফী ৭-০-৪৬-০, সাকিব ১০-০-৫৭-০, মোসাদ্দেক ৪-০-২৭-০)।

বাংলাদেশ: ৪৪.১ ওভারে ২২১ (তামিম ৮, সৌম্য ২২, সাকিব ৬৪, মুশফিক ১৬, লিটন ৩২, মাহমুদউল্লাহ ২৯, মোসাদ্দেক ১৬, সাইফ ০, মিরাজ ৬*, মাশরাফী ১৫, মুস্তাফিজ ১; হাফিজ ৬-১-৩২-০, আমির ৭-০-৩১-১, শাহিন ৯.১-০-৩৫-৬, ওয়াহাব ৭-০-৩৩-১, ইমাদ ৬-০-২৬-০, শাদাব ৯-০-৫৯-২)। ফল: পাকিস্তান ৯৪ রানে জয়ী। ম্যান অব দা ম্যাচ: শাহিন আফ্রিদি।