সিলেটে ব্রিজ ভেঙে ট্রেন খাদে, নিহত কমপক্ষে ৫

7
15

নিউজ ডেস্ক

রোববার (২৩ জুন) দিবাগত রাতে সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচর সেতু ভেঙে ঢাকাগামী উপবন এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এসময় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুৎ হয় এবং এর মধ্যে ১টি বগি যাত্রীসহ খালে পড়ে যায়। দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে শতাধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার বহু হতাহতের শঙ্কা রয়েছে। নিহতের সংখ্যাও বাড়তে পারে।

দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে সিলেটের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, “কুলাউড়া উপজেলার বরমচাল নামক স্থানে রেল দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানীর আশংকা রয়েছে।” প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের পেছনের ৫টি বগি ছিটকে গিয়ে নিচের জমিতে পড়েছে। শতাধিক যাত্রী নিহত হয়েছেন এমনটি দাবী করছেন স্থানীয়রা। “একজন পুলিশ অফিসার ঘটনাস্থল থেকে জানিয়েছেন উদ্ধার অভিযান চলছে। মানুষের আহজারিতে প্রকম্পিত হচ্ছে আকাশ পাতাল।”