কোহলিকে আইসিসির জরিমানা

77
27

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ‘অতিরিক্ত আবেদন’ করায় ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারত ১১ রানে আফগানিস্তানকে পরাজিত করেছে। আফগানিস্তানের ইনিংসের ২৯তম ওভারে একটি এলবিডব্লিউ’র আবেদনে সাড়া না দেয়া অভিজ্ঞ আম্পায়ার পাকিস্তানী আলিম দারকে উদ্দেশ্য করে বেশ আগ্রাসীভাবে আপীল করায় কোহলির বিপক্ষে জরিমানা ছাড়াও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আইসিসি’র কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গ করায় কোহলিকে এই শাস্তি প্রদান করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচে অতিরিক্ত আপীল সম্পর্কে যে আইন রয়েছে কোহলি তা ভঙ্গ করেছেন।

ম্যাচ রেফারী ক্রিস ব্রডের প্রস্তাবিত এই শাস্তির বিষয়টি ভারতীয় অধিনায়ক মেনে নিয়েছেন। যে জন্য এখানে আনুষ্ঠানিক কোন শুনানীর কোন প্রয়োজন নেই।