শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জিতলো নিউ জিল্যান্ড

0
6

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় দিনের প্রথম ও টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। নিউজিল্যান্ডের বোলিং তোপে মাত্র ২৯.২ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। কার্ডিফের টসের বিপরীতে আগে ব্যাটিং করতে নেমেই নিউ জিল্যান্ডের বোলিং এর সামনে দাড়াতে পারেনি লংকান দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানে অপরাজিত থাকেন ওপেনার হিসেবে খেলতে নামা অধিনায়ক দিমুথ করুনারত্নে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওয়ান ডাউনে নামা কুসল পেরেরা, তৃতীয় সর্বোচ্চ ২৭ রান করেন থিসারা পেরেরা। এ তিনজন ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন ও ম্যাট হেনরি। ফার্গুসন ৬ ওভার বোলিং করে ২২ এবং হেনরি ৭ ওভারে দেন ২৯ রান।

খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌছে যায় কিউইরা। মার্টিন গাপটিল ও মানরোর জুটি ভাঙতে পারেনি শ্রীলঙ্কা। ৫১ বলে আট চার ও দুই ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন গাপটিল। ৪৭ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৮ রান করেন মানরো। বিশ্বকাপে ৫০ ওভারের ম্যাচে প্রথমবারের মতো দুইশ বল বাকি থাকতে কোনো ম্যাচ হারল শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২৯.২ ওভারে ১৩৬ (থিরিমান্নে ৪, করুনারত্নে ৫২*, কুসল পেরেরা ২৯, কুসল মেন্ডিস ০, ধনাঞ্জয়া ৪, ম্যাথিউস ০, জিবন মেন্ডিস ১, থিসারা ২৭, উদানা ০, লাকমল ৭, মালিঙ্গা ১; হেনরি ৭-০-২৯-৩, বোল্ট ৯-০-৪৪-১, ফার্গুসন ৬.২-০-২২-৩, ডি গ্র্যান্ডহোম ২-০-১৪-১, নিশাম ৩-০-২১-১, স্যান্টনার ২-০-৫-১)

নিউ জিল্যান্ড: ১৬.১ ওভারে ১৩৭/০ (গাপটিল ৭৩*, মানরো ৫৮*; মালিঙ্গা ৫-০-৪৬-০, লাকমল ৪-০-২৮-০, উদানা ৩-০-২৪-০, থিসারা ৩-০-২৫-০, জিবন মেন্ডিস ১.১-০-১১-০) ফল: নিউ জিল্যান্ড ১০ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: ম্যাট হেনরি