নড়াইলে হজ্জ্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

5
8

স্টাফ রিপোর্টার

নড়াইলে বেসরকারি ও সরকারি নিবন্ধনকৃত হজ্জ্ব গমনে ইচ্ছুক ব্যক্তিদের হজ্জ্ব বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়, নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

ইসলামিক ফাউন্ডেশন, নড়াইলের উপ-পরিচালক বেলাল বিন কাসেমের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সিভিল অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অলোক কুমার বাগচি, সরকারি কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগন, মসজিদের খতিব, ইমাম, বেসরকারি ও সরকারি নিবন্ধনকৃত হজ্জ্ব গমনেচ্ছু ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রায় ১৩৪ জন বে-সরকারি ও সরকারি নিবন্ধনকৃত হজ্জ্ব গমনেচ্ছু ব্যক্তি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে হজ্জ্বের বিভিন্ন নিয়ম সর্ম্পকে হজ্জ্ব গমনেচ্ছুদের ধারনা প্রদান করা হয়।